রায়হান আহমেদ : আইনশৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য ‘মহান স্বাধীনতা দিবস সম্মাননা-২০২১’ এ ভূষিত হলেন- চুনারুঘাট থানার চৌকস অফিসার ইনচার্জ এম. আলী আশরাফ।
বাংলাদেশ পিপলস পার্টি মিলনায়তন, বিজয় নগর ঢাকায় আয়োজিত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে ভিশনারি পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে ওসি আশরাফকে এ সম্মাননা প্রদান করা হয়।
অফিসার ইনচার্জ এম. আলী আশরাফ বলেন, “এ সম্মান চুনারুঘাটবাসীর। যারা আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিনিয়ত পুলিশকে সহযোগিতা করে চলেছেন, এ সম্মানা তাদের। চুনারুঘাট থানা এলাকার আইনশৃংখলা রক্ষায় আমরা সর্বদাই সজাগ রয়েছি। ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। এরই সাথে চুনারুঘাটবাসীর সহযোগিতা কামনা করি।”
উল্লেখ্য- এম. আলী আশরাফ রসায়ন বিষয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
প্রশিক্ষণ শেষে তিনি কুমিলা জেলায় এসআই হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। পরে সিলেট জেলা, মৌলভীবাজার জেলায় সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেন। এসময় পদোন্নতি পেয়ে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ হিসেবে দায়িত্ব পান। পরে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে চুনারুঘাট থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন।
তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার খিদির গ্রামের মোঃ চাঁদ আলীর পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে সন্তানের জনক তিনি।