চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ এপ্রিল) চুনারুঘাট ডিসিপি হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাইফুর রাব্বির সঞ্চালনা ও মনিরুজ্জামান তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দীন,সাবেক চেয়ারম্যান হুসাইন আলী রাজন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, মাজহারুল ইসলাম রুবেল,ফজলুল হক তরফদার আবিদ, আইয়ূব আলী মাষ্টার, ব্যকসের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বকুল, রফিকুল ইসলাম রফিক সহ আরো অনেকেই।
আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় বক্তারা বলেন, প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের বহুমুখী সামাজিক কাজ যেন অব্যাহত থাকে সেদিকে নেতৃবৃন্দরা সুদৃষ্টি দিয়ে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষদের পাশে যেন প্রবাসী গ্রুপ সব সময় এগিয়ে যায় এ আশা ব্যক্ত করেন।