রায়হান আহমেদ : চুনারুঘাটে বিশিষ্ট শিল্পপতি এম.এ. মালেকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবারে চুনারুঘাটের কৃতি সন্তান, জনমত নিউজ এর সম্পাদক মণ্ডলীর সভাপতি, বিশিষ্ট শিল্পপতি এম.এ মালেক এর উদ্যোগে তাঁর নিজ বাড়িতে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব লিয়াকত হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউছার আহমেদ বাহার, বিশিষ্ট সমাজসেবক শাহ্ মোঃ রফিক উদ্দিন কদ্দুছ, ডাঃ মুসলিম উদ্দিন, এডভোকেট মিজানুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ বাহার সহ আরো অনেকে।
উল্লেখ্য- উক্ত ইফতার মাহফিলে প্রায় ১৫শ’ রোজাদারকে ইফতার করানো হয়। ইফতারের পূর্বে দেশবাসীর জন্য দোয়া করা হয়।