রায়হান আহমেদ : চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশন পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে চুনারুঘাটের কৃতি সন্তান, জনমত নিউজ এর উপদেষ্টা, আমেরিকা প্রবাসী তাজুল ইসলাম ও সৌদি প্রবাসী মীর মকছুদ আলী উদ্যোগে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামে তাজুল ইসলামের নিজ বাড়িতে ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন- হাজী সিরাজুল ইসলাম কাপ্তান।
প্রধান অতিথি ছিলেন- চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারি জামাল হোসেন লিটন। বিশেষ অতিথি ছিলেন- আইয়ূব আলী মাস্টার, চুনারুঘাট পৌর প্রবাসী গ্রুফের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান তাহের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, প্রবাসী গ্রুফের সদর ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.এ কদ্দুছ তালুকদার, সদস্য সচিব শাহ মোঃ ফারুক, নব ইসলাম, রাণীগাঁও ইউনিয়ন শাখার আহ্বায়ক তাহের মিয়া তালুকদার।
আরো উপস্থিত ছিলেন- বাবুল মিয়া, সাইপুর রাব্বি, সৌরভ মিয়া, সৈয়দ সুমন, আসকির মিয়া সহ আরো অনেকে।
উল্লেখ্য- অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়।