চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ কৃষকলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টায় উপজেলার ভোলারজুম বাজারে কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মিরাশী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ডাঃ মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ আজাদ মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন- মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রহিছ আলী কন্টু, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তাজ উল্লাহ, মিরাশী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ, যুবলীগ নেতা ছাদেক আহমেদ, মিরাশী ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি পুতুল মিয়া, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, কৃষকলীগ নেতা মানিক মিয়া, শামসুল হক, আকছির মিয়া, ৮নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মস্তর মিয়া লস্কর, ৩নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক জাকির মিয়া সহ আওয়ামীলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ছন্দু মিয়া তালুকদারকে সভাপতি, মোঃ আক্তার মিয়া, ছগির মিয়া সরদার, আব্দুল মন্নান ও আলফি মিয়াকে সহ-সভাপতি, মোঃ আতাউর রহমান বিল্লালকে সাধারণ সম্পাদক, মোঃ ফজর আলী ও চেরাগ আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ বিল্লাল মিয়া সরদার, মোঃ জাহাঙ্গীর মিয়া ও মোঃ লিটন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট মিরাশী ইউনিয়ন ৫নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন করা হয়েছে।