মোঃ মিজানুর রহমান, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাটের মিরাশী ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। ৮ জুন চুনারুঘাট উপজেলার নালমুখ বাজারের ওয়ালটন শোরুমের এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিরাশী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহমদের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা রিপন পাল রাজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক তালুকদার, মিরাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের লীল মিয়া তালুকদার,সিনিয়র সহ সভাপতি ডাঃ ফয়সল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক কাওছার আহমদ, যুগ্ন সম্পাদক জাকারিয়া তালুকদার,বিএনপি নেতা মাস্টার আলী হায়দার,মিরাশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান সায়েম,ইউনিয়ন জাসাস সভাপতি মর্তুজ সর্দার,আতাউর রহমান দুলাল, ছাত্রদল নেতা ফয়সল আহমদ, স্বজল মিয়া, তাফায়ল, জাহির, আলামিন,মাহবুব সহ নেতৃবৃন্দ।
আলোচনা পর্ব শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা লুৎফর রহমান। সভায় সকল বক্তাগন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্বার মাগফিরাত করে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক এবং স্বাধীনতার মহান ঘোষক। তিনি বহু দলীয় গনতন্ত্রের প্রবর্তক ও সংবাদ স্বাধীনতা এদেশের মানুষ এনে দিয়ে ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে থাকবেন আজীবন।