চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার কালামন্ডল জামে মসজিদে আর্থিক অনুদান প্রদান করেছে প্রবাসী ২ নং আহম্মদাবাদ ইউনিয়ন মানবকল্যাণ সংগঠন।
১৮ জনু শুক্রবার বাদ জুম্মা মসজিদের জন্য দুটি মাইক ক্রয়ের জন্য কমিটির হাতে ১৪ হাজার টাকার এ অনুদান তুলে দেন সংগঠনের আহবায়ক আলহাজ্ব লিটন জমাদার ও সদস্য সচিব মোঃ মোমিন মিয়া।
মসজিদের পক্ষে এ অনুদান গ্রহণ করেন মসজিদ কমিটির সভাপতি মোঃ আঃ জাহির মহালদার ও সেক্রেটারি সাংবাদিক এমএ বাতেন।
এ নিয়ে ইউনিয়নে ২৮ বার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সহযোগিতা করেছে সংগঠনটি।