চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট রানীগাঁও ইউনিয়নের পাঁচেরগাঁও গ্রামে মারপিটে নারী শিশুসহ ৬ জন আহত হয়েছে।
জানা যায়, শনিবার দুপুর ১২টায় পাঁচেরগাঁও গ্রামের মৃত মাহমুদ হোসেনের পুত্র আব্দুল মন্নান (৫৫) নিজ কন্যা শিশু সাবিহা আক্তার(৯),আমীর আলীর স্ত্রী হাজেরা খাতুন (৫০), মৃত ওয়াছ উল্লাহ’র পুত্র আব্দুল্লাহ (৭৫),বল্টু মিয়ার পুত্র আব্দুল গফুর(৪৫) ও আব্দুল হামিদ (৪০)কে কুপিয়ে আহত করে।
পরে স্থানীয়রা উশৃংখল আব্দুল মন্নানকে পিটিয়ে আহত করে। আহত
আব্দুল গফুর, আব্দুল হামিদ ও আব্দুল মন্নানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্যরা চুনারুঘাট হাসপাতালে ভর্তি আছেন।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ এঘটনাস্থল পরিদর্শন করেছেন।