মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো: আলী আশরাফ এর দিক নির্দেশনায়, চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত নারী সহ ৯ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামীদের গ্রেফতার করা হয়।
আটককৃতদের শনিবার (১০ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো: আলী আশরাফ জানান, মাদক, মারামারি সহ বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।
তারা দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় পলাতক ছিল। আটকের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।