1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

হবিগঞ্জ ডিবি পুলিশের অভিযান : ইয়াবা সহ ১০ মাদক মামলার আসামি হান্নান গ্রেফতার

আজিজুল হক নাছির, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০ মামলার আসামি হান্নান মোড়ল (৪০)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

১২ জুলাই দিবাগত রাত সোয়া ২টায় মাদকের লেনদেন কালে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আল আমিন জানান, ওই মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এসআই শেখ আলী আজহার ও মাহমুদুল হাসান এর নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ।

এ সময় সদর উপজেলার বড় বহুলা গ্রামের ঢাকা আইডিয়াল কিন্ডারগার্টেন এর সামন থেকে লেনদেন কালে হান্নানকে গ্রেফতার করা হয়। অপর একজন পুলিশের আঁচ পেয়ে পালিয়ে যায়। হান্নান সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করে।
তার বিরুদ্ধে ৮ টি মাদক মামলা সহ মোট ১০টি মামলা রয়েছে।

সে সদর উপজেলার বড় বহুলা গ্রামের সহিদ মোড়লের পুত্র। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

     এই ক্যাটাগরীর আরো খবর