রায়হান আহমেদ : চুনারুঘাটে বজ্রপাতে মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর ক্যাশ কর্মসূচীর আওতায় ২০হাজার টাকা বজ্রপাতে নিহত কবিতা পালের স্বামী অরুণ পালের হাতে তুলে দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
এছাড়াও বজ্রপাতে আহত দুইজনকে ৫হাজার করে সহায়তা প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত ২ দিন আগে চন্ডিছড়া চা-বাগানে বজ্রপাতে কবিতা পাল নামে ১ জন চা শ্রমিক নিহত হয়।
এসময় উপস্থিত ছিলেন- পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা সহকারী প্রকৌশলী খাদেম আহমেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা খুরশেদ আলম সহ আরো অনেকে।