রায়হান আহমেদ : চুনারুঘাটে রাস্তার কাজের উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।
বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট মাছ বাজারের বিপরীত পাশের রাস্তা থেকে পাইকপাড়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৩ কোটি ৯৫ লক্ষ টাকা ব্যয়ে ৬ কিলোমিটার বিস্তৃত রাস্তার কাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান শামীম, কাউন্সিলর মর্তুজ সরদার, বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বকুল, সহকারী প্রকৌশলী খাদেম আহমেদ সহ আরো অনেকে।
চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম প্রচেষ্টায় এ রস্তার নির্মেণের জন্য টাকা বরাদ্দ দিয়েছেন- প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান শামীম বলেন- “এ রাস্তাটি হওয়ায় ইউনিয়ন বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী বাস্তবে রূপ নিয়েছে। ধন্যবাদ জানাই মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপিকে।”