নিজস্ব প্রতিনিধি : সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে চুড়ান্ত নিবন্ধন পেয়েছে সিলেট অঞ্চলের সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম। এর মধ্য দিয়ে সারাদেশের মোট ৮১ টি চুড়ান্ত নিবন্ধিত নিউজপোর্টালের মধ্যে স্থান করে নিল সিলেট বিভাগের জনপ্রিয় এই অনলাইন নিউজপোর্টালটি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরে প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাহেনুর মিয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ গ্রহণ করেন আজকের সিলেট এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ২০২১ আজকের সিলেট ডটকম ও সিলেট প্রতিদিন টোয়েন্টিফোর ডটকমকে নিবন্ধনের জন্য প্রাথমিক অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর পর সকল প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন করে আজকের সিলেট ডটকম চুড়ান্তভােব নিবন্ধিত হলো।