রায়হান আহমেদ : চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি ও মহিমাউড়া এলাকায় ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত মোট ৪টি মেশিন ও আনুমানিক ৫শত ফুট পাইপ বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
মিলটন চন্দ্র পাল জানান, চুনারুঘাটে কাউকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না, সে যত ক্ষমতাশালী হোক না কেন। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।