চুনারুঘাট প্রতিনিধি: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সে চূড়ান্ত পরীক্ষার ফলাফলে চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট এবারও অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে।
৮৮জন ছাত্র/ছাত্রী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে ৩৫টি এ প্লাস ও ৫৩টি ‘এ’ সহ শতভাগ পাশ করেছে। ০৯ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে সারা দেশে স্বল্প মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ফলাফল প্রকাশিত হয়।
একইভাবে চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট সহ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদিত হবিগঞ্জের ২৮টি প্রতিষ্ঠানের প্রায় ৭’শ ছাত্র/ছাত্রী হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। উক্ত পরীক্ষায় চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের ৮৮জন ছাত্র/ছাত্রী অংশ নিয়ে শতভাগ কৃতকার্য হয়েছে। কৃতকার্য ছাত্রছাত্রীরা হলো: মোঃ শাকিব মিয়া (আবাদ), দুর্জয় চক্রবর্তী (বড়াইল), হৃদয় লাল দাস (বড়াইল), মোঃ নজরুল ইসলাম ( চুনারুঘাট), আল মাসুম ( আলোনিয়া), মাহবুবুর রহমান (কাইয়ারাক), পংকজ পাল (শিরিকান্দি), আল আমিন হোসেন (কালিকাপুরন), সাইফুল ইসলাম শিমু (দেওরগাছ), কৃষ্ণ সরকার (নাছিরনগর), সুলতানা রাজিয়া (আজিমাবাদ), তাসকিয়া সিদ্দিকা প্রিমা (গাজীনগর), পারভীন আক্তার (ঝুড়িয়া বড় বাড়ি), নুপুর দেববর্মা (সাতছড়ি), এলিনা দেববর্মা (সাতছড়ি), তনিমা দেববর্মা (সাতছড়ি), হোসনা আক্তার (হাতুন্ডা), তাহমিনা আক্তার (লখাইরগাঁও), জেসমিন আক্তার (বালিয়ারি), আমিনা আক্তার দেওরগাছ), জান্নাতুল ফেরদৌস (বাঘমারা), মায়া আক্তার (শাহপুর), তাছলিমা আক্তার (ইচ্ছাকুটা), উম্মে এরিন জাহান (রহমতাবাদ), উম্মে নৌরিন জাহান (রহমতাবাদ), হাবিবা সুলতানা জেরিন (গাভীগাঁও), তানজিলা আক্তার তানিয়া (কালিকাপুর), রুমি আক্তার (বড়জুষ), চম্মা রানী কলি ও টুম্পা রানী কলি (রূপসপুর), ফারহানা আক্তার হ্যাপি (ইচ্ছাকুটা), চম্পা আক্তার ও হ্যাপি আক্তার (কালিচুং), শারমীন আক্তার (চন্দনা), ফারিয়া আক্তার নিশি (মমিনপুর), শাকিরা আক্তার ও নাহিদা আক্তার (নরপতি), মিলি দেব (হাতুন্ডা), সুলতান সাইফুর রহমান (আজিমাবাদ), রেদুয়ান আহম্মেদ মজুমদার (বাল্লারোড), এম এ শরীফ (হলহলিয়া), জসিম মিয়া (হাতুন্ডা), প্রানেন্দ বিকাশ কর (হাতুন্ডা), সারোয়ার হোসাইন (নরপতি), শেখ মেহেদী হাসান (বাঘমারা), তারেক মিয়া (হুড়পারা), রুহুল আমীন (ঘরগাঁও), খালেকুজ্জমান (আবজলপুর), সাইফুল আলম তালুকদার নাসিম (শিংপাড়া), খায়ের মিয়া (বড়জুষ), মাসুম আহমেদ (কুষ্ণপুর), সাইফুর রহমান (ঘরগাঁও), স্বপ্ন চন্দ্র পাল (শিরিকান্দি), হাফিজুর রহমান (হাতুন্ডা), উসমান মিয়া (দৌলত খাঁ আবাদ), আয়েশা আক্তার ও হাবিবা আক্তার (বনগাঁও), শেফা আক্তার (গাতাবলা), শারমিন আক্তার ও শাকিরা আক্তার (বাল্লারোড), জার্নেল মিয়া (বড়াইল), খলিলুর রহমান (শাহপুর), জয়নাল আবেদীন (আজিমাবাদ), অনন্যা লস্কর (গোগাউড়া), শাকিল মিয়া (ইনাতাবাদ), মামুনুর রশীদ, শেখ মোজাম্মেল, শাহরিয়ার ইসলাম নব (ফুলবাড়ি), মঞ্জুশ্রী চক্রবর্তী (মিরাশী), বিকাশ বাকতি (বেগমখান চা বাগান), আউলিয়া বেগম (নরপতি), আইরিন বেগম (গাভীগাঁও), তামান্না বেগম (মমিনপুর), আরিফুল ইসলাম তানিম (বাল্লারোড), সাদিয়া সুলতানা ঋতু (বড়াইল), ইসরাত জাহান প্রমি (বড়াইল), সুনিয়া জাহান (উত্তর বাজার), জান্নাতুল ফেরদৌস (দক্ষিন নরপতি), শিবলূু মিয়া (বাঘবাড়ি), সৈয়দা নাহিদা সুলতানা (মমিনপুর), ইফত্তেহারুল ইসলাম (হুড়পাড়া), সৈয়দা সালমা আক্তার (পাকুড়িয়া), আমিনা বেগম (হাতুন্ডা), হাসনাত জামিল খাঁন (চন্ডিছড়া চা বাগান), আব্দুল মহিদ সুমন (হলহলিয়া), সুমন দেব (ব্রাহ্মণডুরা), লিজু আক্তার (দেওরগাছ)।
উল্লেখ্য যে, চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০১৭। ২০১৩ সালে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে। যার ইন নং- ১৩৫৬৫১।
প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাস সহ শতভাগ পাশ করে আসছে।
উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক-যুবতি কর্ম সংস্থানের সুযোগ লাভ করছে।
ইতিপূর্বে হবিগঞ্জের প্রাক্তন জেলা প্রশাসক মাহমুদ হাসান ও জেলা প্রশাসক জয়নাল আবেদীন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও কারিগরি শিক্ষা বোর্ডের বিভাগীয় কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট পরিদর্শন করে পাঠদান ও ফলাফল সহ সার্বিক বিষয়ে পরিদর্শন বইতে প্রশংসা করেছেন।
অব্যাহত ফলাফল অর্জনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইঞ্জি. ইসমাইল হোসেন বাচ্চু।