রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে একদল র্যাব গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে চুনারুঘাট উপজেলার রাজার বাজার পূবালী ব্যাংক শাখার সামনে থেকে ১০ কেজি গাঁজা’সহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ভ্যবসায়ীরা হলো- নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মৃত আব্দুল হান্নানের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৮), আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের শানু মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন (৪২)।
শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান- “প্রাথমিক জিজ্ঞাসাবাদে, পরষ্পর যোগসাজসে একে অপরের সহায়তায় অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অপরাধের কথা স্বীকার করে আসামীরা। আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। আমাদের মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।”