নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার আসামী মো. মাহফুজ মিয়া (৫৫) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) ভোরে হবিগঞ্জ সদর হাসপাতালে তিনি মারা যান।
নিহত মাহফুজ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা। তিনি একটি বিচারাধীন হত্যা মামলার আসামি|
হবিগঞ্জ জেলা কারাগারের সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, সোমবার ভোরে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন মাহফুজ মিয়া। সঙ্গে সঙ্গে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, মাহফুজ মাধবপুর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি। মামলা নম্বর-২৩, তারিখ-২৬ সেপ্টেম্বর ২০০৬|