রায়হান আহমেদ : একদল তরুণ সমাজকর্মী নিয়ে “মানব সেবাই আমাদের লক্ষ্য” এ শ্লোগানকে ধারণ করে হবিগঞ্জের চুনারুঘাট যুব ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি-২০২১ গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৫ ডিসেম্বর) রাতে সংগঠনের কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রবাসী আলহাজ্ব মুসা তালুকদারকে সভাপতি, নাছির উদ্দিন জুয়েলকে সাধারণ সম্পাদক ও হান্নান তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৬১জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সমাজ ও মানুষের কল্যাণে কাজ করা এ সংগঠনটি ২০২০ইং সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে এ সংগঠন। গরীব-দুঃখীদের আর্থিক সাহায্য থেকে শুরু করে দরিদ্র মহিলাদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন সহ নানানভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চুনারুঘাট যুব ঐক্য পরিষদ।
সংগঠনের উপদেষ্টারা হলেন- রিয়াজুল কাদির লস্কর মিঠু, আশিকুল ইসলাম রুমেন, আব্দুল কুদ্দুস জয়, প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, সুমন রহমান ফরাজী, আব্দুল আহাদ সরদার, সালমান মোহাম্মদ আশিক।