চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে আল- ইখওয়ান ইসলামী যুব সংঘের ৬ষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে চুনারুঘাট পৌরশহরের ডিসিপি হাই স্কুল মাঠে বৃহস্পতিবার বাদ আসর হতে রাত ১২টা পর্যন্ত এ তাফসীরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হয়৷ মাওলানা জহুর আলীর সভাপতিত্বে ও মোঃ আবু তাহের মিয়া মহালদারের সহ-সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – মুফতি মুস্তাকুন্নবী ক্বাসেমী (কুমিল্লা)।
এতে ওয়াজ ফরমান, মাওলানা সাইদুল ইসলাম আসাদ ঢাকা, মুফতি কেফায়েত উল্লাহ আল- মাহদী বি-বাড়িয়া, মাওলানা উবায়দুর রহমান হুযাইফী ঢাকা, মাওলানা আল – আমিন সাইফী কুয়াকাটা, মাওলানা মোহাম্মদ আলী চুনারুঘাট।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, ১০নং মিরাশী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মানিক সরকার, আলহাজ্ব আতাহার আলী, আলহাজ্ব কামাল উদ্দিন, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সংগঠনের সভাপতি মোঃ রহুল আমিন ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মিলন প্রমূখ।
পরে রাত ১২টায় দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন মুফতি মুস্তাকুন্নবী ক্বাসেমী (কুমিল্লা)।