1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

বাল্লা স্থলবন্দরের উন্নয়ন কাজ দু’দিন ধরে বন্ধ থাকার পর ইউএনওর হস্তক্ষেপে পুনরায় চালু

রায়হান আহমেদ : চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দরের (টেকেরঘাট অংশ) উন্নয়ন কাজ দু’দিন ধরে বন্ধ থাকার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের প্রচেষ্টায় পুনরায় চালু হয়েছে।

জমি একোয়ারের টাকা না পাওয়ায় গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে জমির মালিকগণ জড়ো হয়ে বাঁধা দিয়ে কাজ বন্ধ করে দেন।

জমির মালিকরা বলেন, “দেই-দিচ্ছি করে আমাদের জমি, গাছ ও ঘরের টাকা আজ পর্যন্তও দেওয়া হচ্ছে না। টাকা ছাড়া আমরা বিকল্প জমি কিনে ঘর-বাড়ি তৈরি করতে পারছি না। আমাদের জমি একোয়ার হয়েছে দুই বছর আগে। আমাদের গাছগাছালি কেটে নেওয়া হয়েছে। টাকা আনতে আমরা ১৫ থেকে ২০ বার হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে গিয়েছি। ৫০ টাকা দিয়ে হাজিরা দিয়েছি। একবার হবিগঞ্জে গেলে সব মিলিয়ে ৫শ’ টাকা খরচ হয়। পুরো একদিন চলে যায়। আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকেছে।” তাই টাকা না পেলে তারা আর স্থলবন্দরের কাজ করতে দিবেন না। তাদের চাপের মুখে কাজ বন্ধ করতে হয়েছে। পরে এক বৈঠকের মাধ্যমে কাজ শুরু হয়েছে।”

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত ভৌমিক বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। পরে বুধবার সরজমিনে স্থলবন্দরে গিয়ে বাল্লা স্থল বন্দর কর্তৃপক্ষ ও জমির মালিকদের নিয়ে বৈঠকে সমঝোতা করে পুনরায় কাজ শুরু হয়।”

     এই ক্যাটাগরীর আরো খবর