মোঃ মিজানুর রহমান, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
(২০ জানুয়ারী ২০২২) বৃহস্পতিবার জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক মহিদ আহমদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমএ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জাতীয় পার্টির ক্রিড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, জেলা জাতীয় পার্টির সদস্য সচীব জালাল উদ্দীন খাঁন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক কদর আলী মোল্লা, কেন্দ্রীয় জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ম সম্পাদক কাজল আহমেদ, হবিগঞ্জ জেলা যুব সংহতির আহ্বায়ক এডভোকেট শিবলী খায়ের, জেলা কষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, সৈনিক পার্টির সভাপতি তালেব আলী,অলীউর রহমান সোহাগ, উপজেলা যুব সংহতির সভাপতি রিপন আহমেদ চৌধুরী,চুনারুঘাট পৌর জাতীয় পার্টির সভাপতি সুবেদার আব্দুল জব্বার সাধারণ সম্পাদক আসিফ ইকবাল দুলাল,প্রতিনিধি সম্মেলনে ইউনিয়ন থেকে বক্তব্য রাখেন সাবেক মেম্বার আঃ হাসিম, মিরাশী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাবেক মেম্বার মোঃ আমীর হোসেন,আব্দুল মালেক মেম্বার, আবুল হোসেন মহালদার, ওয়াহেদ ভূইয়া, উপজেলা জাতীয় পার্টির সদস্য মোঃ আবদুল আলী,আবদুল আহাদ,সুরুজ আলী, আঃ হান্নান সহ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি সাবেক এমপি মুনিম চৌধুরী বলেন, “জাতীয় পার্টির উন্নয়নের কথা এখন ও মানুষ ভূলে যায়নি। পল্লীবন্ধু এরশাদ এদেশের উন্নয়নের রূপকার, সঠিক নেতৃত্ব পেলে এদেশের মানুষ আবার ও জাতীয় পার্টিকে সরকার ক্ষমতায় বসাবে।”
বক্তাগণ বলেন, “আগামী সংসদ নির্বাচন জাতীয় পার্টি এককভাবে তিনশত আসনে নির্বাচন করবে। পরিশেষে মরহুম হুসাইন মোহাম্মদ এর রোহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।”