রায়হান আহমেদ : চুনারুঘাটে ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ৩৬ তম পাকা ব্রিজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান নারগিস আহমেদ।
শুক্রবার বিকালে চুনারুঘাট উপজেলার রামগঙ্গা চা-বাগানে এ পাকা ব্রিজ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিমিটেডের এম.ডি ও বিশিষ্ট শিল্পপতি বশির আহমেদ।
জানা যায়- দীর্ঘদিন ধরে ওই এলাকার চা-শ্রমিক থেকে শুরু করে সকল পেশার মানুষ ভোগান্তিতে ছিলেন একটি ব্রিজের অভাবে। মানুষের দুর্ভোগ লাঘবের জন্য নিজ অর্থায়নে ব্যরিস্টার সুমন রামগঙ্গা চা-বাগানের ছড়ার উপর ব্রিজটি করে দিয়েছেন। যার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ শুক্রবার সকালে। এর আগে তিনি মানুষের পারাপারের জন্য উপজেলার বিভিন্ন এলাকায় ৩৫ টি পাকা ব্রিজ নির্মাণ করেছেন। পাকা ব্রিজ ছাড়াও অসংখ্য বাঁশের ও কাঠের ব্রিজ নির্মান করেছেন।