মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে নারী ফোরামের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রধান শিক্ষক মোছা মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকতা আকিব উদ্দিন, সাংবাদিক আলাউদ্দিন, মোঃ অলিদ মিয়া প্রমুখ।
সভায় ছাত্রীদের মধ্যে বিনামূল্যে স্যানিটারী সামগ্রী বিতরন করা হয়।