রায়হান আহমেদ : চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে কারাদণ্ড ও জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের মুড়ারবন্দ মাজার সংলগ্ন স্থানে মাদকবিরোধী ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৩ জন মাদকসেবী প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা করে অর্থদন্ড আরোপ করা হয়। একই সময়ে মাস্ক না পরিধান করায় ১ জনকে ২শত টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিলেন, হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।