রায়হান আহমেদ : চুনারুঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি বুধবার দিবাগত রাতে ৪.৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮০ বছর।
বৃহস্পতিবার বিকেল ৪.৩০মিনিটে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের করাঙ্গী ক্রীড়াচক্র মাঠে উনার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় সালাম ও সম্মাননা প্রদান করা হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি ওই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চুনারুঘাটের মুক্তিযোদ্ধা পরিবার, রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভোমিক, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদ, সাটিয়াজুরি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আবদালুর রহমান সহ আরো অনেকে।