চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে হেলিওস হোল্ডিংস কোম্পানির এম.ডি এম.এ মালেকের উদ্যোগ ও অর্থায়নে আট শতাধিক দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে চুনারুঘাট উপজেলার উত্তর নরপতি খামারপাড়া নূরে হেরা নূরানী মাদ্রাসা মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চুনারুঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. আকবর হোসেন জিতু। প্রধান আলোচক ছিলেন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ, সদর ইউনিয়নের চেয়ারম্যান কাউছার আহমেদ বাহার, শ্রীকুটা বাজার কমিটির সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী লিটন সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এম.এ মালেক দীর্ঘদিন ধরে অসহায় ও গরীব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। যেখানেই অসহায় মানুষের দুর্দশা, সেখানে ঝাঁপিয়ে পড়ে তাদের সহযোগিতা করেন তিনি। এই ধরনের মানবিক কাজ সবসময় অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন শিল্পপতি এম.এ মালেক।