রায়হান আহমেদ : চুনারুঘাটে ১০ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ফসলের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। ইতোমধ্যে ৪ হাজার ৫শত হেক্টর জমিতে ধান রোপন করা হয়েছে। বাকী জমিতে ধান রোপনের প্রস্তুতি চলছে।
আবহাওয়া অনুকূলে থাকলে চুনারুঘাটে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে আশা করা হচ্ছে। পরিবারের খাদ্য চাহিদা মিটিয়ে বাড়তি অর্থ আয়ের উৎস হিসেবে চুনারুঘাটের কৃষকেরা বোরোধান উৎপাদনে বেশ আগ্রহী। এছাড়াও এ অঞ্চলে বোরোধানের ভালো ফলন হয় বলেও এ ফসল করতে চান কৃষকেরা।
বোরোধান চাষে সরকারিভাবে চুনারুঘাট উপজেলার বহু কৃষককে সার, ধানের বীজ, নগদ প্রণোদনা, বোরোধানের প্রদর্শনী সহ বিভিন্ন ফসলের প্রদর্শনী দিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেন, “আশা করি, নির্দিষ্ট সময়ের মধ্যে চুনারুঘাট উপজেলায় বোরোধানের জমির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সরকারি প্রণোদনা, প্রদর্শনী ও কৃষিকাজে ব্যবহৃত সার, বীজ আমরা ইতোমধ্যে কৃষকদের মাঝে বিতরণ করেছি। এছাড়াও আমাদের গাইডলাইন সবসময় কৃষক ভাইয়ের দেয়া হচ্ছে এবং হবে। আমরা আশা করছি, শেষপর্যন্ত কোনো সমস্যা ছাড়াই সুন্দরভাবে কৃষকরা সোনার ফসল ঘরে তুলতে পারবেন।”