রায়হান আহমেদ : জীবিকার তাগিদে রাবার বাগানে গিয়ে আর জীবিত ফিরলেন না হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পারকুল গ্রামের চান্দালী মিয়ার ছেলে আরজু মিয়া (৪০) ওরফে দইয়া। ফিরলেন লাশ হয়ে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রাবার বাগানে কাজ করতে যান তিনি। কাজ শেষে সকালে আর বাড়ি ফিরেননি। খবর পেয়ে শুক্রবার দুপুরে আরজু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আরজু মিয়া ওই বাগানের রাবিস রাবার কুড়িয়ে বিক্রি করতেন। সবসময়ের মতো তিনি জীবিকার তাগিদে বৃহস্পতিবার দুপুরে সেখানে যান। আরজু মিয়ার মরদেহ বৃষ্টিতে ভেজা ছিল। তবে মারাত্মক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবার জানিয়েছে, তার নাকি মৃগী রোগ ছিল। ধারণা করা হচ্ছে, রাবার কুড়ানোর সময় মৃগী রোগ উঠে তিনি মারা গেছেন।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।