রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাটে সতীনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। চুনারুঘাট উপজেলার বাগবাড়ি গ্রামে শনিবার রাত আটটায় এ ঘটনা ঘটে। নিহতের বাবার অভিযোগের প্রেক্ষিতে ঘটনার ৬ ঘন্টার মধ্যে হত্যাকারী সতীনকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাগবাড়ি গ্রামের সিএনজি চালক সুনাহর আলীর দুই স্ত্রী। ১ম স্ত্রী সাদেকা খাতুন ও ২য় স্ত্রী রিপা খাতুন (২৫)। রিপা খাতুনের বাবার বাড়ি উপজেলার পাকুড়িয়া গ্রামে। স্বামী বাড়িতে না থাকার কারণে দুই সতিনের মধ্যে ঝগড়া হয়। শনিবার রাত আটটায় সুনাহর আলী বাড়িতে ফিরলে ঘরের মেঝেতে রিপার দেহ পড়ে থাকতে দেখেন। তৎক্ষনাৎ তিনি রিপাকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তখন থেকেই সাদেকা খাতুন আত্মগোপন করেন।
ওসি জানান, ৬ ঘন্টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদেকা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআই ফজলে রাব্বি জানান, রিপা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মুখে পয়োজনের গন্ধ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় স্বামী সুনাহর আলীকেও আটক করা হয়েছে। পরে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।