রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাট সহ তিনটি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুনারুঘাট উপজেলায় ৯৭টি সহ বানিয়াচং এবং নবীগঞ্জ উপজেলার ৮১৫টি পরিবারের কাছে গৃহের চাবী ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। একই সাথে সারা দেশে ৭ টি জেলা ও ১৫৯টি উপজেলায় ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী।
দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে ৯৭টি পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত জাহান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হোসেন, চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মহিউদ্দিন। উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশার লোকজন।
অনুষ্ঠান শেষে বড়আব্দা আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন, জেলা প্রশাসক ইশরাত জাহান। এদিকে জেলার নবীগঞ্জ