প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার এলজিইডি’র ইঞ্জিনিয়ার আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকীর উপর হামলা ও অফিসে ভাঙচুর করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার এলজিইডি অফিসে এ ঘটনা ঘটে।
ওই এলজিইডি অফিসের এক কর্মচারী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া আজমিরীগঞ্জ-কাকাইলচেও রাস্তার মেইনটেন্যান্স কাজ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব। বিল সংক্রান্ত বিষয় নিয়ে এলজিইডি অফিসে ইঞ্জিনিয়ার আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকীর সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তেজিত হয়ে প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারতে উদ্যত হন। তখন ওই অফিসের কয়েকজন ভাইস চেয়ারম্যানকে শান্ত করতে চাইলে তিনি আরো চড়াও হয়ে অফিসের টেবিলের কাচ ভাঙচুর করেন। অফিসের কর্মচারী মোশাররফ হোসেনকে কিল-ঘুষি মেরে মোবাইল ছিনিয়ে নেন।
এ ব্যাপারে আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকী বলেন, ৬৫ লাখ টাকা ব্যয়ে ২৮৫ মিটার রাস্তার কাজ পান, মোঃ তাজ উদ্দিন মিয়া নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সাব কন্ট্রাক্টার হিসেবে কাজটি করেন উপজেলা ভাইস চেয়ারম্যান। ওই কাজের মেজারমেন্ট করলে দেখা যায়, রাস্তার কাজের খরচ অনেক কম হয়েছে। তাই সরকারি অর্থ বাঁচাতে কাজের মেজারমেন্ট অনুযায়ী বিল রেডি করা হয়। কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান ওই বিল গ্রহন না করে উত্তেজিত হয়ে হামলার চেষ্টা করেন। পরে ভাঙচুর করেন ও অফিসের এক কর্মচারীকে মারধোর করেছেন।
জেলা সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, বিষয়টি জেনেছি। ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে বিষয়টি অস্বীকার করে ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব বলেন, এসব মিথ্যা। এমন কোনো ঘটনা ঘটেনি।