চুনারুঘাট প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিস চুনারুঘাট উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় পৌর শহরের মধ্যবাজারে খেলাফত মজলিসের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন লক্ষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাওঃ আব্দুল কদ্দুছ নোমানের সভাপতিত্বে ও হাফেজ মাওঃ শাহীনুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওঃ আনোয়ার আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি হাফেজ আঃ হামিদ, সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ মিরপুরী প্রমূখ। সভায় সর্বস্মতিক্রমে মাঃ আঃ কদ্দুছ নোমানকে সভাপতি, আঃ কাইয়ূম, ফারুক আহমেদ নোমানী, আব্দুর রহমানকে সহ-সভাপতি, হাফেজ মাওলানা শাহীনুল ইসলামকে সাধারণ সম্পাদক, মাওঃ আব্দুল মান্নানকে যুগ্ন সাধারণ সম্পাদক, মাওঃ লুৎফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, বাইতুল মাল সম্পাদক আব্দুল কাদির ও হোসাইন আহম্মদকে সহ বাইতুল মাল সম্পাদক, মাওঃ আঃ আউয়ালকে প্রচার সম্পাদক, মাষ্টার জবরুল আলমকে প্রকাশনা সম্পাদক, মোঃ খলিলুর রহমানকে সমাজ কল্যাণ সম্পাদক, মাওঃ আঃ আজিজকে প্রশিক্ষণ সম্পাদক, মাওঃ জিরাজুল ইসলামকে পাঠাগার সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট উপজেলা শাখার খেলাফত মজলিসের কমিটি গঠন করা হয়।