রায়হান আহমেদ : মুক্তিযোদ্ধার সম্মানে চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন পলাশ অনন্য নজির স্থাপন করেছেন।
যুবলীগ নেতা জাকির হোসেন পলাশ শপথ গ্রহণের পর বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে “বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত” লেখা সম্বলিত একটি চেয়ার রেখেছেন। এতে করে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি উনার অগাধ সম্মান ফুটে উঠেছে।
জাকির হোসেন পলাশ বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই আমি তাদের জন্য আসন সংরক্ষিত রেখেছি। ভবিষ্যত প্রজন্ম এটা দেখে যেন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বদা সম্মান প্রদর্শন করে। আমার চিত্তে বীর সন্তানদের প্রতি এ সম্মান চির অম্লান থাকবে।”
মুক্তিযোদ্ধাদের প্রতি চেয়ারম্যানের এ শ্রদ্ধাবোধে মুগ্ধ হয়েছেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার। ইউনিয়নবাসী সহ উপজেলার সর্বস্তরের মানুষ চেয়ারম্যান জাকির হোসেন পলাশের ভূয়সী প্রশংসা করেছেন।