রায়হান আহমেদ : চুনারুঘাট উপজেলা পরিষদের মাসিক সভায় ১০টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাসিক সভা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার পূর্বে তাদের বরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হক, স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ মোজাম্মেল হক তালুকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মচারী-কর্মকর্তাবৃন্দ ও নব নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ।