এস,এম,শওকত আলী, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের নালমূখ বাজারে শুক্রবার সকাল ১০টার সময় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অগ্রগামী গণপাঠাগারের শুভ উদ্বোধন করা হয়।
অধ্যাপক মোঃ আমির উদ্দিনের সভাপতিত্বে এবং ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় কুরআন তেলায়াতের মধ্য দিয়ে উক্ত অনুষ্টান উদ্বোধন করেন, ১০নং মিরাশীর নব নির্বাচিত চেয়ারম্যান মানিক সরকার।
“পড়ব বই, গড়ব দেশ” এ স্লোগানকে প্রতিপাদ্য করে নালমূখ বাজারে গণপাঠাগারের উদ্যোগ নিয়েছেন ছিদ্দিকুর রহমান (ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা। সাবেক সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়) এবং তার সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে A+ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, ৪০ জন অসহায় লোককে কম্বল ও ৫ জনকে লেপ প্রদান করা হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রনালয়ের উপসচিব মোস্তফা মোরশেদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের অধ্যাপক আফরোজ মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সাবেক শিক্ষা অফিসার আব্দুল আলী, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারন সম্পাদক অধ্যাপক শরিফ জামিল, সহকারী অধ্যাপক হাসানুজ্জামান খান মুর্শেদ, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি সাথী কিষাণ মুক্তাদির,নালমূখ স্কুলের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম বাদশা, মোঃ আব্দুস সামাদ আজাদ, হবিগঞ্জ জেলার বঙ্গবন্ধু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি জালাল উদ্দিন রুমি, কবি ও সাহিত্যিক আবুল হোসেন মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আলতা, বড়াব্দা শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক শাহজাহান মোল্লা, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ ফজলুল হক সরকার, পোস্ট মাস্টার এস,এম মিজানুর রহমান,১০ নং মিরাশি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ডাঃ সিরাজুল ইসলাম,১০নং মিরাশি ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ লুৎফর রহমান।
উপস্থিত ছিলেন- শ্রমিকলীগের সভাপতি মোঃ সামছুল ইসলাম, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলাল আহমেদ,মোঃ ওয়াহিদুর রহমান সায়েম, মোঃ আতাউর রহমান ফকির দুলাল, সাংবাদিক মোঃ মিজানুর রহমান,সাংবাদিক এস,এম, শওকত আলী, মোঃ নুর উদ্দিন, ১০ নং মিরাশি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আমির হোসেন বাচ্চু, ৪ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুল আজিজ, ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ কবির মিয়া, ও ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার নিলুফা ইয়াছমিন ,চুনারুঘাটের কবি পরিষদের কবি মহিবুর রহমান জিতু, কবি মোঃ ফজলুর রহমান খালেদ,কবি মোঃ মনজুর খান, আবিদ হাসান সহ সাহিত্যিক,সাংবাদিক,বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,অভিভাবক, এবং অত্র এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।