রায়হান আহমেদ : শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রকৌশলী অমিয় চক্রবর্তী আর নেই। দিব্যান লোকান স্বঃ গচ্ছতু। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬২ বছর।
শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার রাত ১২টায় উনার দাহ ক্রিয়া সম্পন্ন করা হবে।
প্রকৌশলী অমিয় চক্রবর্তী হবিগঞ্জ সদর উপজেলার লষ্করপুর ইউনিয়নের সুঘর গ্রামের বাসিন্দা। তিনি সর্বশেষ হবিগঞ্জের রোডস এন্ড হাইওয়েতে কর্মরত ছিলেন।
তিনি একাধারে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। এছাড়াও তিনি সাংবাদিক বান্ধব ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য।
তাঁর মৃত্যুতে রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজ সহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে সন্তান, অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।