রায়হান আহমেদ : চুনারুঘাট উপজেলা এলজিইডি’র সহকারী প্রকৌশলী খালেদ হোসেন খাদেম কাঠের ব্রিজ ভেঙ্গে পড়ে গুরুত্বর আহত হয়েছেন।
সোমবার দুপুরে চুনারুঘাট উপজেলার পাঁচগাতিয়া গ্রামে করাঙ্গির নদীর উপর কাঠের ব্রিজ ভেঙ্গে পড়ে গুরুত্বর আহত হন তিনি। এসময় প্রকৌশলীর সাথে ওই এলাকার দু’জন পড়ে গিয়ে আহত হন।
জানা যায়- সোমবার দুপুরে ওই এলাকায় কাঠের ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণের নিমিত্তে মাপ-জোখ করতে যান তিনি। ব্রিজটির কাঠ পুরোনো হওয়ায় ও উৎসুক জনতা ব্রিজের উপর ভিড় করায় কাঠের ব্রিজটি ভেঙ্গে যায়। ফলে নিচে পড়ে সহকারী প্রকৌশলী সহ ৩জন আহত হন।
আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। সহকারী প্রকৌশলী খালেদ হোসেন খাদেম এর পা ভেঙ্গে যায়। তাঁর পা সেবা ডায়াগনস্টিক সেন্টারে প্লাস্টার করা হয়। পরে সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করা হয় তাঁকে। আগামী বুধবারে তাঁর পায়ের অপারেশন হবে বলে জানা যায়।
খাদেম আহতের বিষয়টি নিশ্চিত করেছেন, চুনারুঘাট উপজেলার এলজিইডি অফিসের হিসাবরক্ষক আবুল হাসিম।