1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চুনারুঘাটে ৩২ জন কৃষকের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ

রায়হান আহমেদ : চুনারুঘাটে ৩২ জন কৃষক-কৃষাণীদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ করা হয়েছে।

চুনারুঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বুধবার দুপুরে কৃষক-কৃষাণীদের মাঝে বীজ, চারা, সার বিতরণ করেন- উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম।

কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেন, “চুনারুঘাট উপজেলার প্রত্যেক ইউনিয়নে ৩জন ও পৌরসভায় ২জন করে মোট ৩২ জন কৃষক-কৃষাণীর মাঝে এসব বিতরণ করা হয়েছে। জায়গা যাতে পতিত না থাকে এই লক্ষ্যে বসতঘরে আশ-পাশের দেড় শতক জমিতে সারাবছর শাকসবজি ফলানোর জন্য ২৫ জাতের বীজ, রাসায়নিক সার, বার্মি কম্পোস্ট, ২টা থাই পেয়ারা, ২ টা সীডলেস লেবু ও ২টা পেঁপের চারা দেয়া হয়েছে। এছাড়াও একটি জাজরি, বীজ সংরক্ষণ পাত্র, বেড়া দেয়ার জন্য নেট প্রদান করা হয়। কৃষকদের মাঝে পরের বছর শুরু বীজ সহায়তা দেয়া হবে।”

     এই ক্যাটাগরীর আরো খবর