রায়হান আহমেদ : চুনারুঘাটে ৩২ জন কৃষক-কৃষাণীদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ করা হয়েছে।
চুনারুঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বুধবার দুপুরে কৃষক-কৃষাণীদের মাঝে বীজ, চারা, সার বিতরণ করেন- উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম।
কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেন, “চুনারুঘাট উপজেলার প্রত্যেক ইউনিয়নে ৩জন ও পৌরসভায় ২জন করে মোট ৩২ জন কৃষক-কৃষাণীর মাঝে এসব বিতরণ করা হয়েছে। জায়গা যাতে পতিত না থাকে এই লক্ষ্যে বসতঘরে আশ-পাশের দেড় শতক জমিতে সারাবছর শাকসবজি ফলানোর জন্য ২৫ জাতের বীজ, রাসায়নিক সার, বার্মি কম্পোস্ট, ২টা থাই পেয়ারা, ২ টা সীডলেস লেবু ও ২টা পেঁপের চারা দেয়া হয়েছে। এছাড়াও একটি জাজরি, বীজ সংরক্ষণ পাত্র, বেড়া দেয়ার জন্য নেট প্রদান করা হয়। কৃষকদের মাঝে পরের বছর শুরু বীজ সহায়তা দেয়া হবে।”