রায়হান আহমেদ : শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে যাওয়ার পথিমধ্যে অটোরিক্সায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রী শিপা আক্তার (১৭) নিহত হয়েছে। সে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের চইলতারাব্দা গ্রামের আঃ সালামের মেয়ে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বাড়ি থেকে অটোরিক্সাযোগে কলেজে যাওয়ার পথিমধ্যে ফরিদপুর নামক জায়গায় শিপা আক্তারের গলায় তারই ওড়না পেঁচিয়ে গুরুত্বর আহত হয় সে। স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিপা আক্তারের চাচা মিজানুর রহমান জানান, তেলের দোকানি আঃ সালামের মেয়ে শিপা আক্তার শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েটের ১ম বৎসরের ছাত্রী। তারা ১ ভাই ও ৫ বোন। শিপা আক্তারের মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে শিপা আক্তারের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।