নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় যৌন হয়রানির অভিযোগেএরশাদ মিয়া (২৬) এক যুবকে এক বছরের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার এ দন্ডাদেশ প্রদান করেন।
সে পৌর এলাকার ওসমানী রোডের বাসিন্দা ফেরদৌস আহমেদ এর ছেলে।
জানা যায়, সনাতন ধর্মের এক মহিলাকে যৌন হয়রানি করে আসছিল যুবক এরশাদ। এ অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।