চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউপির আমু চা-বাগানে শ্রীশ্রী দুর্গা মন্দির অঙ্গনে বৃহস্পতিবারে (২৪ প্রহর ব্যাপী) শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞের শেষের দিনে উৎসব অঙ্গন পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
এসময় সাল-চাদর পড়িয়ে দিয়ে বরণ করে নেন আমু চা-বাগান ফুলপাড় সরস্বতী মন্দির কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সংবাদ প্রতিনিধি শংকর শীল, মেম্বার সমীরণ তাঁতী বাবু, মহিলা মেম্বার রিয়া জরা, যুবলীগ নেতা অবুঝ তাঁতী, সেচ্ছাসেবকলীগ নেতা নিলিপ তাতী, সংবাদকর্মী লিটন মুন্ডা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- আমু চা-বাগান ফুলপাড় সরস্বতী মন্দির কমিটির সভাপতি সমীরণ চন্দ্র পাল, সম্পাদক রঞ্জিত মুন্ডা, প্রদীপ মুন্ডা, লিটন উড়াং, সুনীল ঘোষ, বেনু মুন্ডা, বিমল তাঁতীসহ আরো অনেকে।