মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাটে মরণনেশা ৫৬ পিস ইয়াবা সহ মো: সামছু মিয়া (৩৫ ) কে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। সামছু মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে।
শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আলী আশরাফ জানান, উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি সংঘবদ্ধ চক্র জেলার বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ মরণনেশা ইয়াবা এনে উপজেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস আই তরিকুল ইসলাম হিমনের নেতৃত্বে একদল পুলিশ মাদক ব্যাবসায়ী সামছু মিয়া কে মাদক পাচার করার সময় আটক করেন।
এ সময় তার দেহ তল্লাশী করে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে সামছু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।