চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সারেরকোনা গ্রামের একটি ধানের জমি থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যায় এলাকাবাসী সারেরকোনা গ্রামে একটি ধান জমিতে একটি ব্যাগ দেখতে পায়। পরে তাদের সন্দেহের সৃষ্টি হলে চুনারুঘাট থানায় খবর দেয়।
খবর পেয়ে থানার এসআই কবির হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে নবজাতকের লাশ উদ্ধার করে। এক পর্যায়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার সকালে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয়দের ধারণা কোন প্রেমিক প্রেমিকার অবৈধ প্রেমের ফসল হতে পারে। এ নিয়ে এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে।
উল্লেখ্য, গত ২৮ জুলাই একই উপজেলার গুচ্ছ গ্রামের একটি নালা থেকে স্কুল ব্যাগ ভর্তি এক নবজাতকের মৃত দেহ উদ্ধার করে পুলিশ।