চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন মিলনের ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বাদ মাগরিব চুনারুঘাট পৌরশহরের মধ্যবাজারস্থ সিএনজি মালিক -শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন – সিএনজি মালিক সমিতির সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম। সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, ১০নং মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ আজাদ মাষ্টার, সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি সেলিম চৌধুরী, আবুল কালাম, সিএনজি শ্রমিক ইউনিয়নের যুগ্ন-সম্পাদক আমীর উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সুমন, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সহ-সাংগঠনিক সম্পাদক ইউনুছ সরদার, মীর আব্দুল কাইয়ুম,শ্রমিকলীগ নেতা আক্কাস আলী মন্ডল, ১০নং মিরাশী ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পৌরশহরের চন্দনা হজরত শাহজালাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ খান হেলাল।
উল্লেখ যে, দুপুর ১২টায় মিলনের মাগফেরাত কামনায় মুড়ারবন্দস্থ হজরত শাহ সৈয়দ সিপাহশালাহর নাছির উদ্দিন (রঃ) মাজারে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়। বাদ জোহর তার বাড়িতে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়।