নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বড়বহুলা এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর।
পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে করাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
বুধবার (১১ অক্টোবর)সন্ধ্যায় জেলা মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ইয়াবাসহ মাদক উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান খান তাদেরকে অর্থদন্ড ও কারাদণ্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তদের মধ্যে রাজীব চক্রবর্তী (২৭) কে এক বছরের কারাদন্ড দেওযা হয়। সে সদর উপজেলার আশেড়া গ্রামের রায়ধর চক্রবর্তী পুত্র। এছাড়াও সদর উপজেলার পইল গ্রামের সাজিদ আলীর পুত্র আব্দুল হান্নান মিয়া (২৮) কে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।
অপরদিকে মাদক সেবনের অভিযোগে শহরের শায়েস্তোনগর এলাকার ইমন নামের এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তদের বুধবার রাতেই কারাগারে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে এসআই সিদ্দিকুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।