চুনারুঘাট প্রতিনিধি : ক্যান্সারে আক্রান্ত চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মোঃ ফারুক মিয়ার স্ত্রী মোছাঃ রুমা আক্তারের চিকিৎসার জন্য সহায়তা বাবদ চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার তাকে অর্থ সহায়তা দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে মোঃ ফারুক মিয়ার হাতে ৪ লক্ষ ১৮ হাজার নগদ টাকা তোলে দেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, ফখরুল ইসলাম, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, আমিনুল হক, রুহুল আমিন খান, মতিউর রহমান,রশাহ আব্দুল রাজ্জাক, মোঃ কদ্দুছ মিযা, এবিএম শিবলী, রুমিলা খাতুন, রিক্তা রায়, শেফালী দাস, জুযেল মিয়া, নাসরিন আক্তার প্রমুখ।
উল্লেখ্য- ক্যান্সারে আক্রান্ত রুমা আক্তারকে নিয়ে জনমত নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছিল।