চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট ব্যকস নেতা ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল করেছে চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস্।
মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় চুনারুঘাট কাঁচা বাজারে ব্যকস সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও জাফর ইকবাল জাহিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, চুনারুঘাট ব্যবসায়ী কল্যান সমিতি নেতা মাসুদ আহমেদ, আকবর আলী, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক
সজল দাস, প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, ব্যকসের সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম বকুল, ব্যাংক কর্মকর্তা আব্দুল কাদির ব্যকস সহ সাধারণ সম্পাদক সাহেব আলী, এডভোকেট শহীদুল ইসলাম, ব্যকস সাংগঠনিক সম্পাদক নুরুল হক, ব্যকস সদস্য মোহাম্মদ সুমন, সৃজনশীল মেধাবিকাশের সাবেক সভাপতি সাইফুর রাব্বি, সৃজনশীল মেধাবিকাশের সাধারণ সম্পাদক তোফাজ্জল, সাজিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা আকল মিয়া স্মরণে স্মৃতিচারণ করেন ও আকল মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।