রায়হান আহমেদ : চুনারুঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
চুনারুঘাট উপজেলার বাসুল্লা লেবু বাগানে বৃহস্পতিবার সকালে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে পারভেজ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। পারভেজ মিয়া বাসুল্লা গ্রামের মৃত আবুল হোসেনের পূত্র।
জানা যায়- ওই দিন সকালে উপজেলার লেবু বাগানে বিদ্যুৎ এর কাজ করা অবস্থায় সে বিদ্যুৎপৃষ্ট হয়। তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ জানান, পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।