স্টাফ রিপোর্টার : পিতার সম্পত্তি থেকে কন্যাদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে।
মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিনখোলা গ্রামের মরহুম সিরাজুল ইসলাম মাস্টারের মৃত্যুর এক যুগ পেরিয়ে গেছে। মৃত্যুকালে তিনি ৫ একর জমি রেখে গেলেও এর ভাগ থেকে বঞ্চিত হয়েছেন- তার ৩ কন্যা
পারভীন আক্তার, দিলশাদ আক্তার ও শিল্পি আক্তার।
পুরো সম্পত্তি নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে ভোগ করে চলেছেন সিরাজুলের ৩ পুত্র শেরদিল ইসলাম, ফরহাদুল ইসলাম ও মুরাদ্দিল ইসলাম।
সিরাজুল ইসলামের বড় মেয়ে পারভীন আক্তার জানান, তার ৩ ভাই’ই সরকারি চাকরি করেন। তারা ক্ষমতা ও পেশি শক্তি দেখিয়ে মা-বাবার রেখে যাওয়া প্রায় ৫ একর জমি দখল করে আছেন।
এ নিয়ে তারা আদালতে মামলা করেছিলেন কিন্তু আপোষের প্রস্তাব দিয়ে তাদের দিয়ে মামলা নিয়ে উঠিয়ে নিলেও কোনো জমিজমা তাদেরকে দেওয়া হয়নি। পরে তারা মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মরহুম সিরাজুল ইসলামের বড় পুত্র ফরহাদুল ইসলাম জানান, বিষয়টি দ্রুতই নিষ্পত্তি করা হবে।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এএসআই নাজিমুল বলেন, “অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।”