চুনারুঘাট প্রতিনিধি : “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার চুনারুঘাট উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মােছাঃ আবিদা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সোনালী রানী, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান, সংবাদ প্রতিনিধি শংকর শীল প্রমূখ।
আলোচনা সভা শেষে ৫০জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।